আগরতলা : আগরতলার উমাকান্ত মাঠে রবিবার অনুষ্ঠিত হলো মাখন লাল সাহা মেমোরিয়াল লিজেন্ডার্স কাপ। মাঠে মুখোমুখি হয় বাংলার চিরপ্রতিদ্বন্দ্বী দুই লিজেন্ডারি দল ইস্টবেঙ্গল লিজেন্ডার্স বনাম মোহনবাগান লিজেন্ডার্স।
খেলার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ফুটবল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি কল্যাণ চৌবে সহ বিশিষ্ট অতিথিরা।
৭০ মিনিটের নির্ধারিত খেলায় উভয় দল আক্রমণ-প্রতি আক্রমণে দর্শকদের মনোরঞ্জন করলেও গোলশূন্য থাকে ম্যাচ। ফলে সিদ্ধান্ত গড়ায় ট্রাইবেকারে। সেখানেই ইস্টবেঙ্গল লিজেন্ডার্স দল মোহনবাগান লিজেন্ডার্সকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য অতিথিরা।
এদিন আগরতলাবাসীর জন্য দিনটি ছিল স্মরণীয়, কারণ কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিজেন্ড দলের খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পেলেন রাজ্যের ফুটবপ্রেমীরা।