আগরতলা : যথাযোগ্য মর্যাদায় প্রতিবছরের মতো এবারো ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি জন্মদিন রাজ্যে উদযাপন করা হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠান হয় কৃষ্ণনগর দলীয় কার্যালয়ে।হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায় , মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপির সহ-সভাপতি অশোক সিনহা, বিধায়ক কল্যাণী রায় সহ অন্যান্য নেতৃত্ব।এদিন উপস্থিত নেতৃত্ব শ্যমা প্রসাদের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২২ তম জন্মবার্ষিকী পালন করা হয়। ১৯০১ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেছিলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। এদিন মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন সংঘের উদ্দেশ্য বর্তমানে সফল হয়েছে বলে দাবি করেন মন্ত্রী টিঙ্কু রায়।ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির আন্দোলন ও বলিদানের ফলে বর্তমানে দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে।
প্রদেশ বিজেপির তরফে শ্যামা প্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা
180