আগরতলা : প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মত রাজ্যের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ।কাজের মাধ্যমেই মানুষের আসল পরিচয় পাওয়া যায়। এমন কাজ করে যেতে হবে যাতে ভবিষ্যতে মানুষের হৃদয়ে থাকা যায়। চিকিৎসকদের তাদের পেশার সুবাদে মানুষের কাছে যাওয়ার বিরাট সুযোগ রয়েছে। মানুষের শরীরের মধ্যে চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যার মাধ্যমে এই পৃথিবীকে অনুভব করতে পারি আমরা। চক্ষু চিকিৎসকরা চিকিৎসা পরিষেবার মাধ্যমে অনেক মানুষকে পৃথিবীর আলো দেখাচ্ছেন। যা অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়। শনিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে অল ত্রিপুরা অপথালমোলজিক্যাল সোসাইটির ১১ তম রাজ্য সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন বহিঃরাজ্যে বর্তমানে রোগী রেফারের সংখ্যা হ্রাস পেয়েছে। রাজ্য থেকে রোগী যেন চিকিৎসার জন্য বহিঃরাজ্যে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার কাজ করছে।প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মত রাজ্যের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ।এই যোজনায় বছরে ৫৯ কোটি টাকা ব্যয় করা হবে। তিনি বলেন রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এদিন সম্মেলনে দুজন প্রবীণ চিকিৎসক ডাক্তার হরসা ভট্টাচার্য এবং ডাক্তার প্রণব রঞ্জন চৌধুরীকে সম্মাননা দেওয়া হয় সোসাইটির তরফে।সম্মেলনে প্রকাশিত হয় একটি স্মরণিকাও। সম্মেলন বিশিষ্ট চিকিৎসক সহ সংগঠনের কর্মকর্তারা।
এমন কাজ করে যেতে হবে যাতে ভবিষ্যতে মানুষের হৃদয়ে থাকা যায়- মুখ্যমন্ত্রী
155