আগরতলা : ৮ তারিখ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় অর্থনীতির উপরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন। এই শ্বেতপত্র প্রকাশ দীর্ঘদিনের একটা সময়ের দাবি ছিল। ভারতবাসীর সামনে প্রকৃত তথ্য উঠিয়ে আনার জন্য কংগ্রেসের অপশাসন কি রকম চলছিল, কোথায় দেশটাকে নিয়ে যেতে চাইছিল তার সরাসরি আয়না মানুষের সামনে তুলে ধরার জন্য এই শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। যার বিরোধিতা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এর বিরোধিতা করেছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখপাত্র সুব্রত চক্রবর্তী।তিনি বলেন কংগ্রেস যখন ইউপিএ সরকার চালায় তখন তাদের একটি ধারণা ছিল অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে যারা অর্থনীতিবিদ এসেছেন উনারাই দেশের অর্থনীতির ভবিষ্যৎ স্থির করে দেবেন। বাকি কেউ অর্থনীতি বুঝেনা। কিন্তু বাস্তব চিত্র তা নয়। ২০১৪ সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণ করার পর গোটা দেশের অর্থনীতির চালচিত্র বদলেছে এবং একটা নতুন মজবুত ভিত্তি তৈরি হয়েছে।এদিকে সাংবাদিক সম্মেলনে বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস জানান, ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যের দশটি সাংগঠনিক জেলাতেই গ্রাম চলো অভিযান চলছে বিজেপির। ১১ তারিখ পর্যন্ত ১০০ শতাংশ এই কাজ করা হবে। বেশি সংখ্যক বিধানসভা কেন্দ্রে এক বিধানসভার কার্যকর্তা অন্য একটি বিধানসভাতে যাবেন এবং প্রবাস করবেন। তিনি আরও জানান তারও রূপরেখা তৈরি হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে একটি লিফলেট তৈরি করা হয়েছে। প্রতিটি পরিবারে এই লিফলেট তুলে দেওয়া হচ্ছে।এতে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ বছরে রাজ্যের গরীব অংশের মানুষের জন্য যে সুবিধা গুলি দিয়েছেন সেই সুবিধা গুলি রয়েছে। এই গ্রাম চলো অভিযানে ব্যাপক সাড়া মিলছে। খুব দ্রুতগতিতে এই কর্মসূচি চলছে রাজ্যে। এই গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সমস্ত সহ-সভাপতিগনসহ অন্যান্য কার্যকর্তারা।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর গোটা দেশের অর্থনীতির চালচিত্র বদলেছে—সুব্রত
183