ত্রিপুরা আগরতলা : শিবের জন্ম মাস হল শ্রাবণ মাস। এই মাসের প্রতি সোমবার ব্রত পালন করে থাকেন ভক্তরা। পরিবারের মঙ্গল কামনায় প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন তারা। এই দৃশ্য রাজ্যের প্রায় সর্বত্র দেখা যায়। রাজধানীতেও শত শত ভক্ত মাঝ রাতে বাঁক কাঁধে নিয়ে খয়েরপুর হাওড়া নদী থেকে জল এনে বিভিন্ন মন্দিরে শিবিরে মাথায় জল দেন পুন্য লাভের আশায়। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে ভক্তরা রাতের বেলা পায়ে হেঁটে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ির মন্দির সংলগ্ন নদী থেকে জল নিয়ে আসেন। ভক্তরা রাজধানীর সেন্ট্রালরোড শিব বাড়িতে এসে শিবের মাথায় জল ঢালেন।হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত মাস ভর চলে নানা ধর্মীয় রীতি পালন।শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোন ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ ঢালেন শিব ভক্তরা।
হাওড়া নদী থেকে জল এনে শিবের মাথায় ঢাললেন ভক্তরা মঙ্গল কামনায়
198
previous post