আগরতলা : দাবি আদায়ে আগামী দিনে আন্দোলন সংগঠিত করার বিষয়ে আলোচনা হয়েছে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য কর্মী সম্মেলনে। শনিবার রাজধানীর যক্ষ্মা নিবারণী হলে হয় অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য শাখার কর্মী সম্মেলন।এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। কর্মী সম্মেলনের বিষয়ে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন রাজ্যের বর্তমান সরকার কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য দেশের সরকারের মতো এই ত্রিপুরায় অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে। উপা সরকারের সময়ে এই শ্রমিকরা যেসব সুযোগ সুবিধা গুলি পেয়ে উপকৃত হতেন,বর্তমান দেশের বিজেপি সরকার ধীরে ধীরে অবলুপ্তি ঘটাচ্ছে। এম জি এন রেগায় দৈনিক কাজের হার কমে যাচ্ছে বলে অভিযোগ আশিস বাবুর।রাজ্যে রাজ্যে রেগার অর্থ বরাদ্দ যেমন কমিয়ে দেওয়া হচ্ছে। ১০০ দিনের কাজ কমে ৩০ দিন। এর বিরুদ্ধে শ্রমিক সংগঠন গুলি আরও বেশি করে সোচ্চার হওয়ার লক্ষেই সম্মেলনের মাধ্যমে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য কর্মী সম্মেলন আগরতলায়
162
previous post