119
আগরতলা : রাজ্যেও শুরু হল জাতীয় টিকাকরণ কর্মসূচীর অঙ্গ হিসেবে শিশুদের মধ্যে পোলিও ডোজ খাওয়ানোর কর্মসূচীর। কেন্দ্রের নির্দেশানুসারে এবছর রাজ্যে ৩ লাখ ৪৭ হাজার ২৮২ শিশুকে পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।।সারা রাজ্যে ৩৪৭৩ টি জায়গায় শিশুদের পোলিও ডোজ খাওয়ানো হবে। এজন্য রাজ্যে ১৩৮৯২ জন কর্মী নিযুক্ত করা হয়েছে। বিভিন্ন বুথে তারা শিশুদের পোলিও ডোজ খাওয়াবেন। রবিবার শিশুদের পোলিও ডোজ খাওয়ানোর কর্মসূচীর সূচনা হয়। এদিন সকালে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলা আই জি এম হাসপাতালে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, টিকা করণের দায়িত্বে থাকা আধিকারিক সহ অন্য স্বাস্থ্য আধিকারিকরা। তারা শিশুদের পোলিও ডোজ খাওয়ান।