আগরতলা : সরকারের পাশাপাশি মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বরাবর কাজ করে চলেছে মা ঊষা চেরিট্যাবল ট্রাস্ট, রোটারি ক্লাব অব আগরতলা।বিভিন্ন জায়গায় শিবির করে থাকে এই সংস্থা গুলি। এগিয়ে আসে তাদের সঙ্গে স্থানীয় ক্লাব-সংস্থা। রবিবার ছুটির দিনে স্বাস্থ্য শিবির করা হয় আগরতলা বড়দোয়ালি স্থিত যুবক সংঘ প্রাঙ্গণে। যুবক সংঘের সঙ্গে সহযোগিতায় ছিল মা ঊষা চেরিটেবল ট্রাস্ট ও রোটারী ক্লাব অব আগরতলা।মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সরকার চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ তিনটি সংস্থার কর্মকর্তারা। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে পরিষেবা দেন। শিবিরে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয় এবং ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। মেয়র এদিন বলেন, যুবক সংঘ সারা বছর সামাজিক কাজ করে থাকে। এ ধরণের মেগা স্বাস্থ্য শিবিরের প্রয়োজন রয়েছে। এটা ভালো উদ্যোগ।এদিন শিবিরকে ঘিরে এলাকায় ভালো সাড়া পড়ে।
স্বাস্থ্য শিবির ঘিরে ভালো সাড়া
112
previous post