আগরতলা : প্রতিবছরের মত এবছরও ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরাকে শ্রদ্ধা জানালো সিপিআইএম। এ বছর ৫০ তম শহীদান দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। ১৯৭৫ সালের এমনই দিনে জোলাইবাড়ির তহশিলে আইন অমান্যের সময়ে শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালিয়ে পুলিশ হত্যা করে ধনঞ্জয় ত্রিপুরাকে। এমনই অভিযোগ। ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা, নিবিড় উপজাতি এলাকা নিয়ে সংবিধানের ষষ্ঠ তহশীল অনুযায়ী এডিসি গঠন সহ চার দফা দাবিতে তাদের আন্দোলন ছিল।শান্তিপূর্ণ আন্দোলন এর উপর গুলি চালানোর কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালায়। এতে মারা যান ধনঞ্জয় ত্রিপুরা। প্রতিবছর উনার শহীদান পালন করে সিপিআইএম ।এ বছর ৫০ তম শহীদান দিবস পালন করা হয়। সিপিএম রাজ্য দপ্তরে রবিবার সকালে শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা সুধন দাস, রতন দাস, শ্যামল দে সহ রাজ্য দপ্তরের কর্মীরা। এদিন জিতেন চৌধুরী বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে।
শহীদ ধনঞ্জয় ত্রিপুরাকে স্মরণ সিপিএম- র
143
previous post