ত্রিপুরা আগরতলা : ভুয়ো পিআরটিসি তৈরি করে বহিরাগতরা রাজ্যের বেকারদের চাকরি হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। তাই বাইরের রাজ্যের যুবকরা যাতে ত্রিপুরায় পিআরটিসি তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কাছে দাবি জানালেন এসএসসি জিডি কনস্টেবল পদে ইন্টার্ভিউ দেওয়া বেকাররা।সেনাবাহিনীর বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয় প্রতিবছর। বিভিন্ন রাজ্যের জন্য আলাদা ভাবে পদ নির্ধারিত থাকে। অভিযোগ উত্তরপ্রদেশ ও বিহারের যুবকরা ত্রিপুরায় এসে বাঁকাপথে পিআরটিসি তৈরি করে ইন্টার্ভিউ দিয়ে চাকরি বাগিয়ে নেয়। এতে বঞ্চিত হন রাজ্যের যুবকরা। এসবের প্রতিবাদ জানিয়ে শুক্রবার আন্দোলনে নামল এসএসসি জিডি কনস্টেবল পদের চাকরিপ্রত্যাশীরা। তারা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিক্ষোভে শামিল হন। পরে পুলিস তাদের সরিয়ে দেয়।
এসএসসি জিডি কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ
240
previous post