আগরতলা : টি সি এর অচলাবস্থা নিরসনে হাইকোর্টে মামলা। বুধবার পিটিশনকারী দুইজন ও টি সি এর পদাধিকারীদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিল হাইকোর্ট। কয়েক দিন ধরেই অচলাবস্থা চলছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে। সম্প্রতি সংস্থার সম্পাদক ও সহ- সভাপতি সহ কয়েকজন অফিসে ঢুকতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ আক্রান্ত হন সহ- সভাপতি। এর আগে সদর মহকুমা প্রশাসন গিয়ে তালা খুলে দিতে হয় টি সি এর। এই অচলাবস্থায় লাটে উঠছে রাজ্য ক্রিকেট। তাই টিসিএ-র অচলাবস্থা কাটাতে দুই আজীবন সদস্য হাইকোর্টে পিটিশন দাখিল করেন। সোমবার উচ্চ আদালতে এই নিয়ে শুনানি হয়। সকল পক্ষের বক্তব্য শুনেন বিচারপতি। এনিয়ে জানাতে গিয়ে টিসিএ-এর সচিব, সহসভাপতি ও কোষাধ্যক্ষ-র হয়ে উচ্চ আদালতে সওয়াল যিনি করেছেন সেই আইনজীবী শঙ্কর লোধ জানান বিচারপতি সকলের বক্তব্য শুনার পর নির্দেশ দিয়েছেন টিসিএ-র সকল পদাধিকারীদের সশরীরে আদালতে উপস্থিত থাকার জন্য। যাতে করে সকলের উপস্থিতিতে সমস্যার সুরাহা বের করা যায়।
টিসিএর পদাধিকারীদের বুধবার আদালতে উপস্থিত থাকার নির্দেশ
142
previous post