আগরতলা : রাজ্যের স্বনামধন্য চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। সোমবার প্রেস ক্লাবের সামনে প্রয়াত সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য সহকর্মীরা। সোমবার স্ক্লাএ চিকিৎসাধীন অবস্থায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে প্রয়াত হন চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া। অনেক দিন ধরেই রোগাক্রান্ত ছিলেন এই চিত্র সাংবাদিক। শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় সম্প্রতি জিবিতে ভর্তি করানো হয়। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে এদিন সকালে প্রয়াত হন। উনার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সহকর্মীরা। সেখান থেকে মৃতদেহ নিয়ে আসা হয় ধলেশ্বর নিজ বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। বাড়ি থেকে আগরতলা প্রেস ক্লাবে নেওয়া হয়। পরে নিজের কর্মস্থল দৈনিক সংবাদ অফিস হয়ে বটতলা শ্মশানে নেওয়া হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব।
না ফেরার দেশে চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া
125
previous post