আগরতলা : আগামী বছরের জানুয়ারি মাসে হতে পারে জ্ঞান ও মননের উৎসব আগরতলা বইমেলা।৪৩ তম আগরতলা বইমেলাকে সামনে রেখে সোমবার হয় প্রস্তুতি বৈঠক। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই প্রস্তুতি বৈঠক। প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মমজুমদার, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। বৈঠকে এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ৪৩ তম আগরতলা বইমেলা যেন সফল হয়, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃত অর্থে মানুষের মধ্যে বই-এর ব্যবহার করা হলে তবেই লাভ হবে। স্কুলের ছেলে মেয়েদের বইমেলায় আনা যায় কিনা বিষয়টি বিবেচনা করে দেখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাহলে বই ক্রয় করার আগ্রহ বৃদ্ধি পাবে। এদিনের বৈঠকের আলোচনা হয়েছে বইমেলার স্থান আগরতলা শহরে নিয়ে আসার বিষয়েও। সবকিছু ঠিক থাকলে এবছর বইমেলা হতে পারে আগামী বছরের জানুয়ারি মাসে।
আগরতলা বইমেলা নিয়ে প্রস্তুতি বৈঠক মুক্তধারায়
82
previous post