আগরতলা : অসংখ্য দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয় ওয়াকফ সংশোধনী। বৃহস্পতিবার একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। সম্প্রতি সংসদে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। অভিযোগ এই আইন সংসদে পাস হওয়ার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন বিরোধিতায় রাস্তায় নামে। তারা এই সংশোধনী আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় সংশোধনী ওয়াকফ আইন নিয়ে জনগণকে সচেতন করার লক্ষে তাদের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার জন্য দেশ ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি জনজাগরণ অভিযান কর্মসূচী নিয়েছে গরিবদের অধিকার সুরক্ষা গরিবদের মিলবে এই স্লোগানে। এই কর্মসূচীর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলায় হয় রাজ্য স্তরের কর্মসূচী। এদিন রবীন্দ্র ভবনে হয় জনজাগরণ অভিযান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দা মানিক সাহা, বিজেপির জাতীয় সম্পাদক অনিল কে এন্টনি, সাংসদ বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিরোধীদের সমালোচনা করেন এই সংশোধনী পাসের পর বিরোধীদের প্রতিবাদ নিয়ে। তিনি বলেন, মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়াদের সুবিধা দেওয়া, মুসলিম মহিলাদের সুবিধা দেওয়ার কথাই বলা হয়েছে সংশোধনীতে। এদিকে সাংসদ বিপ্লব কুমার দেব দাবি করেন ওয়াকফ সংশোধনী গরীব মুসলিমদের কল্যাণে।আর যারা ভোট ব্যাঙ্কের রাজনীতি করেন তাদের জন্য এটা অসুবিধা। তিনি বিরোধীদের স্মাল্কছনা করে বলেন সবসময়ই তৃনমূল কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস দেশের ভোটব্যাঙ্ক পলিসির উপর বিশ্বাসী।
ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনায় রাজীব- বিপ্লব
4