আগরতলা : আগরতলায় হবে প্রথমবারের মতো রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন।রাজধানীর বেসিক ট্রেনিং কলেজের প্রাকৃতিক উদ্যানে ৩০ মার্চ হবে বসন্ত উৎসব।বসন্ত উৎসবের পরম্পরাগত ঐতিহ্য তুলে ধরতে সবধরণের প্রয়াস নেওয়া হয়েছে।মঙ্গলবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের বিস্তারিত জানান জিলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিত শীল। সঙ্গে ছিলেন অন্যান্যরা। তারা জানান অনুষ্ঠানের শুরুতেই ২৫০ জন শিল্পীর গানের সুরে উদ্বোধন হবে উৎসবের। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর পরিবেশিত হবে TSR দ্বিতীয় ব্যাটালিয়ন, ক্রীড়া দপ্তরের স্কাউট গাইড, পুর নিগমের কুশিলবদের বিনোদন মূলক অনুষ্ঠান মটকি ফুর। তাছাড়া থাকছে সাঁওতালিদের ঝুমুর নৃত্য, রিয়াং সম্প্রদায়ের হজাগিরি, বাঙালিদের ধামাইল, মগ সম্প্রদায়ের সংগ্রাই নৃত্য ত্রিপুরীদের মামিতা নৃত্য। স্বসহায়ক দলের উৎপাদিত হস্ত তাঁত ও হস্ত কারু শিল্পের পণ্য সামগ্রির ষ্টল এবং ফুড কোর্টও থাকবে উৎসবে।এই অনুষ্ঠানগুলি পাঁচটি পৃথক মঞ্চে একই সময়ে হবে। অনুষ্ঠানে ৬০০ শিল্পী অংশ নেবে অনুষ্ঠানে।
প্রথমবারের মতো রাজ্যভিত্তিক বসন্ত উৎসব হবে আগরতলায়
43