আগরতলা : মহারাষ্ট্রে এনডিএ জোটের জয়ের আনন্দে মাতোয়ারা রাজ্যের বিজেপি কর্মী- সমর্থকরা। শনিবার বিকেলে দলের প্রদেশ কার্যালয়ের সামনে তারা আনন্দে মেতে উঠেন। এতে শামিল হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যরা। শনিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়।মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে গেল ইন্ডিয়া ব্লক। তবে ঝাড়খণ্ডে ধাক্কা খেল এনডিএ জোট। সেখানে ইন্ডিয়া ব্লক শেষ হাসি হাসল। তবে বাণিজ্য নগরী মুম্বাইয়ে গেরুয়া ঝড়ে ইন্ডিয়া ব্লক উড়ে যাওয়ার আনন্দে রাজ্যেও মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকরা। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে আনন্দে মেতে উঠে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ বিজেপি নেতৃত্ব। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা একে অপরকে গেরুয়া লাড্ডু খাইয়ে জয়ের আনন্দে মেতে উঠেন। এদিকে এদিন মুখ্যমন্ত্রী বলেন কিছুদিন আগে তিনটি রাজ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি জয় পেয়েছে। সম্প্রতি হরিয়ানাতেও জয় পেয়েছে বিজেপি। নির্বাচন গুলিকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু উন্নয়নের নিরিখে মানুষ বিজেপিকে ভোট দিয়ে জয়ী করছে। মহারাষ্ট্রে বিজেপির জয় নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু মানুষ বিজেপিকে জয়ী করেছে। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়। ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের গণদেবতা ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।অপরদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মহারাষ্ট্রে বুথ ফেরত সমীক্ষার সাথে নির্বাচনের ফলাফল মিলেনি। সেখানে ভালো ফল করেছে এনডিএ জোট। যারা জনগণের সাথে নেই, জনগণের কথা বলে না, যারা জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদেরকে মহারাষ্ট্রের মানুষ উচিত শিক্ষা দিয়েছে। মহারাষ্ট্রে জয়ের আনন্দে খুশির হাওয়া রাজ্যে বিজেপি নেতা- কর্মীদের মধ্যে।
মহারাষ্ট্রে এনডিএ জোটের জয়ের আনন্দে মাতোয়ারা রাজ্যের বিজেপি কর্মী- সমর্থকরা
94