122
আগরতলা : যেকোন সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক সুযোগ সুবিধা যুক্ত হলের উদ্বোধন হল রাজধানী আগরতলায়। শুক্রবার সন্ধ্যায় কেক এন্ড ব্রেডের বেঙ্কেট হলের উদ্বোধন হয়। এর সূচনা করেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রাজধানীর লক্ষ্মি নারায়ণবাড়ি রোডে গড়ে উঠেছে এই বেঙ্কেট হল। যেখানে সব ধরনের অনুষ্ঠান, সভা করা যাবে অত্যাধুনিক এই বেঙ্কেট হলে। হলের পাশাপাশি থাকছে সুস্বাদু রান্না করা খাবারের ব্যবস্থাও। লোকজনের যে কোন সামাজিক অনুষ্ঠানের জন্য কেক তৈরির ব্যবস্থাও থাকবে বলে জানান কর্মকর্তারা।