আগরতলা : দুইদিনের সফরে রাজ্যে এলেন ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার বিকেলে তিনি বিমানে এমবিবি বিমানবন্দরে আসেন। সেখানে পর্যটন দপ্তরের আধিকারিকরা স্বাগত জানান। সেখান থেকে সৌরভ গাঙ্গুলি আসেন উজ্জয়ন্ত প্রাসাদে।পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও সৌরভ গাঙ্গুলির মধ্যে এগ্রিমেন্ট এক্সচেঞ্জ হয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলিকে সংবর্ধনা দেওয়া হয় আগরতলা পুর নিগম ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, অধিকর্তা তপন কুমার দাস। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌরভ গাঙ্গুলি ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন মন্ত্রী এদিন বলেন, রাজ্যের পর্যটন শিল্প বিকশিত হবে সৌরভ গাঙ্গুলির হাত ধরে। সৌরভ গাঙ্গুলি দেশের গর্ব। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সম্মতি দেন কয়েক মাস আগে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে। ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার কাজ সৌরভ গাঙ্গুলি শুরু করবেন মঙ্গলবার থেকে। এদিকে সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, এতো সুন্দর রাজবাড়ী দেখে খুবই ভালো লাগছে। উত্তর- পূর্বাঞ্চল ভারতের গর্ব।বাংলা ও ত্রিপুরার ভাষা- সংস্কৃতি এক। তিনি বলেন, পর্যটনের পাশাপাশি ত্রিপুরার ক্রিকেটের উন্নয়নে সাহায্য চাইলে যথাসাধ্য চেষ্টা করবেন। সৌরভ গাঙ্গুলি জানান তিনি খুশি হবেন তাঁর ক্রিকেট অভিজ্ঞতা ত্রিপুরার ক্রিকেটের কাজে লাগাতে পারলে।
দুইদিনের সফরে রাজ্যে এলেন ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী
122