আগরতলা : জিবি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে রোগীদের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। জিবিতে সাংবাদিক সম্মেলনে একথা জানান নিউরোলজি ডিপার্টমেন্টের প্রধান ডাঃ আবির লাল নাথ। প্রতি মাসে জিবি ও এজিএমসির বিভিন্ন ডিপার্টমেন্টের তরফে পৃথক পৃথক ভাবে সাংবাদিক সম্মেলন করা হয়। তুলে ধরা হয় ডিপার্টমেন্ট গুলির সাফল্য ও আগামী কর্মসূচী। এই বৃহস্পতিবার নিউরোলজি ও নিউরো সার্জারি ডিপার্টমেন্টের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন জিবির এম এস শঙ্কর চক্রবর্তী,নিউরোলজি ডিপার্টমেন্টের প্রধান আবির লাল নাথ, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট-র প্রধান সিদ্ধা রেড্ডি, ডেপুটি এম এস ডাঃ কনক চৌধুরী, ডাঃ অভিজিৎ সরকার, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ অরুণাভ দাশগুপ্ত সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে ডাঃ সিদ্ধা রেড্ডি বিভিন্ন বিষয় তুলে ধরেন। ২০১৯ সালের মার্চ মাসে জিবি ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে চালু হয়েছিল নিউরো সার্জারি ডিপার্টমেন্ট। এই সময়ের মধ্যে এই ডিপার্টমেন্টে মেজর অপারেশন হয়েছে ১৭০০ ।সবগুলিতে ছিলেন ডাঃ রেড্ডি। তিনি জানান এর মধ্যে স্পাইনাল সার্জারিও রয়েছে।এই ডিপার্টমেন্টের প্রধান সিদ্ধা রেড্ডি। আগামী তিন বছরের মধ্যে নতুন নতুন পরিষেবা চালু হবে। এতে নিউরো রোগীদের বহিঃরাজ্যে যাওয়ার প্রবণতা কমবে।
আয়ুষ্মান প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়
86
previous post