আগরতলা : যে কোন ক্লাবের অনুষ্ঠানে অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরী। মহিলারা ক্লাবের কর্মকাণ্ডে সামিল হলে ক্লাবের শ্রীবৃদ্ধি ঘটে। সকল অশান্তির সৃষ্টি করে মানুষ। তখনই মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়। মানুষ চায় শান্তিতে থাকতে। কিন্তু একাংশ মানুষ অশান্তি সৃষ্টি করে।রাজধানীর ভট্টপুকুর সুখতারা সংঘ-র নতুন ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রাজধানীর ভট্টপুকুর সুখতারা সংঘ-র নতুন ভবনের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। এদিন অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী।সুখতারা সংঘের নতুন ভবনের উদ্বোধনের পর নব নির্মিত ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক মিনারানি সরকার, কর্পোরেটর বাপী দাস, বিশিষ্ট সমাজসেবী অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। নতুন ভবনের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মানুষ ভুল সঠিক বিচার করে কাজ করলে আর কোন অশান্তি হয় না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন কোথাও সমস্যা হলে সেই সমস্যা যেন আর বৃদ্ধি না পায় তার জন্য সাথে সাথে উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, সকলে সংগঠিত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকলে এক সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না। ক্লাব চালানো সহজ নয়। মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ক্লাবের দ্বারস্থ হয়। তাই ক্লাবকে মিনি সরকারের সাথে তুলনা করেন মুখ্যমন্ত্রী।
রাজধানীর ভট্টপুকুর সুখতারা সংঘের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
30