আগরতলা : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে থাকে সিপিএম ও শ্রমিক সংগঠন সি আই টি ইউ। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বৃহস্পতিবার সকালে মে দিবসে হয় পতাকা উত্তোলন। এদিন সি আই টি ইউ রাজ্য দপ্তরের পতাকা উত্তোলন করলেন সংগঠনের সভাপতি মানিক দে। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। এদিকে সিপিএম রাজ্য দপ্তরেও আন্তর্জাতিক শ্রমিক দিবসে পতাকা উত্তোলন করা হয়। মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ১৩৯ বছর আগে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনে তৎকালীন আমেরিকার পুলিশ তাণ্ডব চালায়। সেদিন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পারলেও আন্দোলনের নৈতিক জয় হয়। পরবর্তী সময় শ্রমিকদের দাবি সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। আট ঘণ্টা কাজ আট ঘণ্টা বিশ্রামের জন্য শ্রমিকদের দাবি মান্যতা পায়। এর পর থেকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়ে থাকে। প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিন উদযাপন করা হয়।
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে সিপিএম ও সি আই টি ইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠান
3