আগরতলা : সন্ধ্যারাতে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোঁড়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। উদ্ধার করা হয়েছে অপর অভিযুক্তের বাড়ি থেকে পিস্তল সহ দুটি বুলেট। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যারাতে এম সি সি থানাধিন বড়জলা স্কুলের উল্টোদিকে। জানা গেছে সেখানেই বাড়ি শক্তিপদ পালের।সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে উনার বাড়ির সামনে স্কুটি নিয়ে দুইজন এসে গুলি করে পালিয়ে গেছে। গুলি ছোঁড়ার ঘটনায় অবশ্য কেউ আহত হয়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়ির মালিক অভিযোগ করেন, এবছর গণেশ পূজার আগে এবং ২০ নভেম্বর উনার পেট্রোল বোমা ছুরেছে দুষ্কৃতকারীরা। কেন বোমা ছুরেছে তার কারণও জানতে পারেন নি। এরই মধ্যে গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় মহকুমা পুলিস আধিকারিক ও এন সি সি থানার পুলিস। তারা পুরো ঘর তদন্ত করে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বড়জলা মণিপুরি পাড়ার পিন্টু দেবনাথ-কে তার বাড়ি থেকে আটক করেছে। তবে এলাকারই আরেক অভিযুক্ত রাকেশ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে রাকেশ রায়কে পুলিস পায়নি। তবে তার বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুটি বুলেট উদ্ধার করে পুলিস।
বড়জলা এলাকায় গুলি ছোঁড়ার ঘটনায় আটক এক, উদ্ধার পিস্তল
256