আগরতলা : বেড়ে চলছে রাজ্যে বেসরকারি স্কুলের সংখ্যা। অভিযোগ এসবে ফি বাড়ানো হচ্ছে ব্যাপক ভাবে। তা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পদক্ষেপের দাবি জানালেন বাম ছাত্র সংগঠনদ্বয়ের নেতৃত্ব। ছাত্র নেতা সন্দীপন দেব এদিন অভিযোগ করেন, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের তরফে নিয়ম মেনে ফি কাঠামো সহ বিভিন্ন বিষয় সঠিক সময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয় না।তারা দাবি জানান এক্ষেত্রে রাজ্য সরকারের নজরদারি বাড়ানোর। এই কলেজে যাতে গাইড লাইন মেনে সমস্ত ধরণের কাজ পরিচালিত হয় এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। ছাত্র নেতৃত্ব অভিযোগ করেন বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে পড়ুয়াদের কাছ থেকে। এক্ষেত্রে কোন নিয়ন্ত্রণ সরকারের নেই। বাম ছাত্র সংগঠনের নেতৃত্ব দাবি জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফি কাঠামো নিয়ন্ত্রণের।কারণ বেড়ে চলা বেসরকারি স্কুল গুলিতেও ফি কাঠামোর ক্ষেত্রে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন স্কুল বিভিন্ন ধরণের ফি আদায় করছে। তাই কমিটি তৈরি করে বেসরকারি স্কুলগুলির ফি কাঠামোয় নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানানো হয় দুই সংগঠনের তরফে। সন্দীপন দেব আরও অভিযোগ করেন বেসরকারিভাবে রাজ্যে গড়ে উঠা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ এনএমসি-র গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে।বৃহস্পতিবার মেলারমাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বাম ছাত্র সংগঠনের সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলি,সম্পাদক সন্দীপন দেব, টিএসইউ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজী দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ দাবি
33