32
আগরতলা : সম কাজের জন্য সম বেতন পরিকাঠামো নির্ধারণ, ভিন্ন বেতনক্রমের মাধ্যমে কর্মীদের মনে বিভেদ সৃষ্টি না করা সহ ৬ দফা দাবি। এই ৬ দফা দাবিতে শুক্রবার ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে টিএনজিসিএল অফিসে ডেপুটেশান দেওয়া হয়। এদিন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা মিছিল বের করে। দাবি গুলি নিয়ে স্লোগান মুখরিত মিছিল বিভিন্ন পথ ঘুরে গুর্খাবস্তিস্থিত টিএনজিসিএল অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল টিএনজিসিএল অফিসে গিয়ে ডেপুটেশন দেয়। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের নেতৃত্ব জানান দাবি আদায়ে প্রয়োজনে আগামী আন্দোলন চালিয়ে যাওয়া হবে।