আগরতলা : প্রতি বছরের মতো এবারো উৎসাহ উদ্দীপনার সঙ্গে খ্রিষ্টান ধর্মাবল্মবিদের সবচেয়ে বড় উৎসব ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন করা হবে সারা বিশের সঙ্গে রাজ্যে। শহরতলীর মরিয়মনগরে হয় সবচেয়ে বড় উৎসব।মরিয়মনগর শান্তির রানী চার্চের ফাদার জোসেফ জানান ২৪ ডিসেম্বর রাত বারোটার পর বিশেষ প্রার্থনা সভা হবে।২৫ তারিখ সকালেও বিশেষ প্রার্থনার পাশাপাশি প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে কাটা হবে কেক।চার্চের ভিতর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।
আর বিকেলে হবে মেলার উদ্বোধন।দুদিন ব্যাপী সেখানে চলে মেলা। রাজধানী শুধু নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন সেখানে ভিড় জমান।বড়দিন উৎসবকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে মরিয়মনগর চার্চ। সকাল থেকে শ্রমিকরা কাজে ব্যস্ত। পাশাপাশি মেলাকে কেন্দ্র করে চার্চের পাশে মরিয়মনগর স্কুলে চলছে স্টল তৈরি। সেখানে বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা হরেক রকম পসরা নিয়ে মেলায় দোকান খুলে বসেন। ২৫ ও ২৬ দুই দিন ব্যাপী চলে মেলা।