ত্রিপুরা আগরতলা : প্রায় তিন বছর হতে চললেও নিয়োগ সম্পন্ন হয়নি ত্রিপুরা পুলিসে কনস্টেবল পদে।তাই দ্রুত লিখিত পরীক্ষার ফল ঘোষণার দাবিতে সোমবার পুলিস সদর কার্যালয়ের সামনে ধরনা- ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের। ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য ৫০০ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর। পরে নিয়োগের সংখ্যা বাড়িয়ে ১ হাজার করা হয়। তবে করোনার কারণে প্রথম দিকে কিছুটা দেরি হলেও ২০২২ সালে শারীরিক পরীক্ষা ও চলতি বছরের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ৬ মাস অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।এতে হতাশ চাকরি প্রত্যাশীরা।ফলে বাধ্য হয়ে সোমবার কনস্টেবল পদের চাকরি প্রত্যাশীরা পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি ডেপুটেশন দেয়। তারা সাফ জানায় এভাবে বিলম্ব করা তারা কিছুতেই মানবেন না। প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিন চাকরি প্রত্যাশীরা দাবি জানান পঞ্চায়েত নির্বাচনের আগে ফলাফল প্রকাশ করে দুর্গা পূজার আগে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি
89
previous post