নেশা মুক্ত যুব সমাজ গড়ে তোলার বার্তায় এভারেস্টের উদ্দেশ্যে অরিত্র

Assam Rifles cycle rally flagged off from Agartala 8

আগরতলা : এভারেস্ট জয়ে রাজ্য থেকে বাই সাইকেলে রওয়ানা দিলেন উদ্যমী যুবক অরিত্র রায়।বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট জয় করতে ত্রিপুরা থেকে পাড়ি জমাল রাজধানীর যুবক অরিত্র রায়। রাজধানীর মিলন চক্র এলাকার বাসিন্দা অরিত্র। শনিবার তিনি আসাম রাইফেলস কার্যালয় থেকে রওয়ানা দেন বাই সাইকেলে। এদিন অরিত্রকে শুভেচ্ছা জানান আসাম রাইফেলসের কমান্ডেন্ট সাহিল শর্মা সহ অন্য আধিকারিকরা। সেখান থেকে সাইকেলে তিনি রওয়ানা দেন। অরিত্র রায় জানান দুষিত হচ্ছে বর্তমানে পরিবেশ। তাই পরিষ্কার সবুজ পরিবেশ, যুবদের ক্রীড়া ক্ষেত্রে বেশি করে অংশ গ্রহণ এবং নেশা মুক্ত যুব সমাজ গড়ে তোলার বার্তায় তার এই কর্মসূচী। তিনি জানান প্রায় আড়াই মাস সময় লাগবে। আসাম রাইফেলসের তরফে তাকে বিভিন্ন ভাবে সাহায্য করা হবে। অরত্র আরও জানান আগরতলা থেকে সাইকেলে নেপাল পর্যন্ত যাবেন। এর পরে পায়ে হেঁটে এভারেস্ট বেস ক্যাম্প। এর পরে মূল লক্ষে পৌঁছাবে।

Related posts

সংবিধান রক্ষায় কংগ্রেসের লড়াই জারি রাখার বার্তা কংগ্রেস সভাপতির

সুজুকি দ্বিচক্র যানের নতুন শোরুম চালু হল আগরতলায়

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের