আগরতলা : ভারতের তথ্য ভিত্তিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ন্যাশনাল স্যাম্পল সার্ভে। এই প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তিতে মঙ্গলবার রাজধানীতে এক রেলি সংগঠিত হয়। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে রেলি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে ভারতের তথ্য ভিত্তিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে তার বৃহৎ নমুনা সমীক্ষার মাধ্যমে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক পরিমাপের জন্য একটি শক্তিশালী ডেটাবেস তৈরি করছে। যা কেন্দ্র ও রাজ্য সরকারকে উন্নয়ন পরিকল্পনা এবং নীতি প্রণয়নে সহায়তা করবে। বাড়ি বাড়ি গিয়ে ন্যাশেনাল স্যাম্পল সার্ভে-র কর্মীরা পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে। এই কর্মসূচী সঠিক ভাবে যাতে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এদিনের রেলি থেকে।
ন্যাশনাল স্যাম্পল সার্ভে-র কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগিতার আহ্বান
29
previous post