আগরতলা : ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে। মূল কর্মসূচী হয় প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।১৯৮০ সালের ৬ এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জনতা পার্টির। প্রতিবছর সারা দেশের সঙ্গে রাজ্যেও দিবসটি উদযাপন করা হয়। এবছর বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়। সকালে দলের প্রদেশ কার্যালয়ের সামনে হয় অনুষ্ঠান। সেখানে পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, সহ- সভাপতি সুবল ভৌমিক, পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদক ভগবান দাস, বিধায়ক দীপক মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইন- শৃঙ্খলা ভালো। সে কারণে বাইরে থেকে লোকজন আসছেন। বিনিয়োগকারীরাও আসছেন বিনিয়োগের জন্য। তিনি বলেন পরিকাঠামোর উন্নয়ন নাহলে রাজ্যে বিনিয়োগকারীরা আসবে না। সে কারণে এবারের রাজ্য বাজেটে পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বেশী রাখা হয়েছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি হল কার্যকর্তাদের পার্টি। প্রধানমন্ত্রীর কারণে পুরো পরিবর্তন হয়ে গেছে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরার রাজনৈতিক পরিভাষা। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করে এই সরকার।
ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়
40
previous post