23
আগরতলা : এলাকার পুর নাগরিকদের সমস্যা নিয়ে সরব সিপিএম কৃষ্ণনগর অঞ্চল কমিটি।মশার উপদ্রবে অতিষ্ঠ পুর নাগরিকরা। নেশার রমরমা । এসব সহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে সিপিএম। সোমবার বিক্ষোভ মিছিল করে সদরের সিপিএম কৃষ্ণনগর অঞ্চল কমিটি। এদিন অঞ্চল এলাকায় মিছিল করে সিপিএম কর্মী- সমর্থকরা। মিছিলটি বিজয় কুমার চৌমুহনী থেকে শুরু হয়। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সিপিএম নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, শ্রমিক নেতা ঝলক মুখারজি, অঞ্চল সম্পাদক ননী গোপাল ধর সহ অন্যরা। শহরের মশার উপদ্রব নিয়ে পুর নিগমের সমালোচনা করেন সিপিএম নেতৃত্ব। এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এদিনের বিক্ষোভ মিছিল থেকে।