আগরতলা : বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর এবছরও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজ্যে। শনিবার সকালে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে হয় অনুষ্ঠান।প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিন প্রথমে সহকারী হাই কমিশন প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ।এর পর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত লিখিত বাণী পাঠ করা হয়। বিজয় দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সহকারী হাই কমিশনার সহ অন্যরা।বিজয় দিবস উপলক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত আওয়াল মিঞা, শাহাজান ভুইয়া, হিমায়েত উদ্দীন কালাম, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত অধ্যাপক মিহির দেব , মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। তারা সকলে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মরণ করেন।শেষে এদিন পরিবেশিত হয় মনো সাংস্কৃতিক অনুষ্ঠান। বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্রিপুরাবাসীও ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই কারণে এদিনটি স্মরণীয় দিন।
মহান বিজয় দিবস আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে পালন করা হয়
225
previous post