লাল বাহাদুর ব্যায়ামাগারে পিএম মুফত বিজলি ঘর যোজনা নিয়ে শিবির

আগরতলা : রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের উদ্যোগে রবিবার প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনার উপর এক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, ক্লাবের সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের সদস্য সুবল ভৌমিক সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনার সুবিধা গ্রহণ করে কোন ভোক্তা নিজের বিদ্যুতের চাহিদা পূরণ করে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রয় করতে পারেন। প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনার মাধ্যমে ভোক্তারা কিভাবে লাভবান হবে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ।

Related posts

সকল অংশের মানুষের কৃষ্টি-সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্য রক্ষায় আন্তরিক সরকার: মুখ্যমন্ত্রী

ব্যাপক উৎসাহ গড়িয়া পূজাকে কেন্দ্র করে জনজাতিদের মধ্যে

গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ এসোসিয়েশনের সম্মেলন