253
আগরতলা : নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল বীরেন্দ্র ক্লাব। ৪-২ গোলে তারা টাউন ক্লাবকে হারিয়ে দেয়।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশান পরিচালিত চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শনিবার মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব ও টাউন ক্লাব। উমাকান্ত মাঠে এদিন নিজেদের তৃতীয় ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পেল বীরেন্দ্র ক্লাব। ম্যাচ শেষে টাউন ক্লাবের কোচ জানান খেলোয়াড়রা অনুশীলন করার সুযোগ পাননি। অপরদিকে জয়ী বীরেন্দ্র ক্লাবের কোচ বলেন, ভালো খেলেছে দলের ফুটবলাররা। কথা রেখেছেন খেলোয়াড়রা।