216
আগরতলা : আগরতলাছিনতাইইয়ের অভিযোগে ধৃত ৪ শহরে চুরি- ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। ফের প্রকাশ্য দিনের আলোতে এক মহিলার গলার হার ছিনতাই।তবে পুলিসের জালে ধরা পড়েছে ছিনতাইবাজ।উদ্ধার হার। ঘটনা আগরতলা উজান অভয়নগর এলাকায়। জানা গেছে বিশ্বতি দেববর্মা নামে এক মহিলা জিনিস কিনতে দোকানে যান।নিজের ব্যাগ থেকে টাকা বের করার সময়ই এক চিনতাইবাজ মহিলার গলার হার নিয়ে চম্পট দেয়। ঘটনা দেখে স্থানীয় লোকজন ছিনতাইকারির পিছু ধাওয়া করে। ঘটনাস্থলে ছুটে আসেন এন সি সি থানার পুলিসও। তারা ছিনতাইকারীকে ধরতে তল্লাশি শুরু করে। পুলিস অবশেষে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। চারজন যুবককে আটক করে পুলিস। পুলিস থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এদিকে মহিলা ফিরে পেয়েছেন উনার গলার স্বর্ণের হার।