ভলিবলের পশ্চিম জেলার আসর উমাকান্ত মাঠে

আগরতলা : নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয় ভলিবল প্রতিযোগিতা। শনিবার রাজধানীর উমাকান্ত মাঠে হয় এই পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নেন।উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকরা সহ অন্যরা। প্রতিযোগিতাকে ঘিরে দারুণ সাড়া পড়ে। রবিবার হবে ভলিবলের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা।

Related posts

ডম্বুরে চালু হতে পারে পর্যটকদের জন্য সি প্ল্যান পরিষেবা

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হল অফার

কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা