175
আগরতলা : ২০২২ সালের তুলনায় এবছর কালী প্রতিমার চাহিদা অনেকটা বেড়েছে। তবে প্রতিমার চাহিদা বেড়ে গেলেও সেভাবে লাভের মুখ দেখছেন মৃৎ শিল্পীরা। কারণ প্রতিমা তৈরির সমস্ত উপকরণের দাম বেড়েছে।কিন্তু পূজা উদ্যোক্তাদের কাছ থেকে সেই ভাবে মূল্য নেওয়া যায় না।এমনই অভিমত মৃৎ শিল্পীদের।তারা জানান,এবছর প্রতিমা তৈরির কাঠ, খড়, মাটি সহ অন্যান্য সরঞ্জামের দাম বেড়ে গেছে। কিন্তু সেই মতো দাম মেলে না তাদের। পূজাও বেড়ে গেছে এবছর অনেক। মৃৎশিল্পীদের মধ্যে এখন চূড়ান্ত ব্যস্ততা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোর উৎসবে মাতোয়ারা হতে এখন প্রস্তুতি চলছে বিভিন্ন কালী মন্দির, পূজা উদ্যোক্তাদের মধ্যেও।