1
আগরতলা : এ ডি সি এলাকাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে ফের সরব হল আইপিএফটি। ১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে গণধর্না সংগঠিত করবে আই পি এফ টি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান এন.এফ.এন.এস ও আই.পি.এফ.টি যৌথ ভাবে কর্মসূচী পালন করবে। সংসদে শীতকালিন অধিবেশন চলাকালীন সময়ে দিল্লিতে এক দিনের এইধর্না সংগঠিত করা হবে। গনধর্নায় আই.পি.এফ.টি-র প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করবে। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সকল রাজ্য থেকে ন্যাশনাল ফেডারেশন অব নিউ স্টেট-র প্রতিনিধিরা অংশগ্রহণ করবে।