রাজধানীতে শ্যামামায়ের পূজার আয়োজন চলছে জোর কদমে

আগরতলা : মাঝে আর এক দিন। শ্যামামায়ের আরাধনায় মেতে উঠবে রাজ্যবাসী। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখন চলছে বিভিন্ন কালী মন্দির ও পূজা মণ্ডপ সাজিয়ে তোলার তোড়জোড়। আগরতলা শহরে জমাজমাট কালী পূজা হচ্ছে এবছরও। বহু প্রাচীন মন্দিরেই নয়, এবছর নতুন পুজাও আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকা ইতি মধ্যে আলোক মালায় সেজে উঠেছে। এর মধ্যে একটি হল কৃষ্ণনগর কদমতলী যুব সংস্থা। চলতি মাসের ৬ তারিখ থেকেই তারা রাস্তা আলোকময় করে দিয়েছেন। প্রতিবছরই নজর কারে এই পূজা কমিটি।এবছর তাদের মণ্ডপ তৈরি হচ্ছে তারাপিঠের আদলে। ফুটিয়ে তোলা হয়েছে কালী মায়ের ৯ রূপ। থাকবে দুইদিন মহা প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদুর কর্তা চৌমুহনীর গো-বর্দ্ধন পূজা কমিটির শ্যামা মায়ের আরাধনা এবছর ৩৯ তম বর্ষে পড়লো। এছাড়া এবছর পূজা করতে যাচ্ছে বিজেপি টাউন বড়দোয়ালি মণ্ডল যুব মোর্চা। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে বিগ বাজেটের পূজা করছে। ১১ তারিখ তাদের পুজারে উদ্বোধন হয়ে যাবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণও।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন