আগরতলা : রাজ্যের পুর ও নগর সংস্থার নির্বাচিত জন প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ প্রশিক্ষণ বিভাগ। সোমবার রানীরবাজার গীতাঞ্জলি হলে হয় প্রশিক্ষণ। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগ গোটা দেশে প্রশিক্ষনের ব্যবস্থা করছে। ত্রিপুরায়ও শুরু হয়েছে এই কর্মসূচী। আগস্ট মাসে শেষ হয়েছে জিলা পরিষদ-পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রশিক্ষণ। এখন পুর- নগর সংস্থার প্রতিনিধিদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ চলবে। প্রথম দিন প্রশিক্ষণ শিবির হয় রানিরবাজার গীতাঞ্জলী হলে। সেখানে বিজেপির প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্ব প্রশিক্ষণ দেবেন বিভিন্ন বিষয়ে।কয়েকটি পুর ও নগর সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন। এককথায় এক ভিন্নধর্মী প্রশিক্ষণ শিবির। দলের প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, জনপ্রতিনিধিদের কি দায়িত্ব রয়েছে দলের প্রতি ও প্রশাসনিক স্তরে, কিভাবে মানুষের সঙ্গে বেশি করে সুসম্পর্ক বজায় রাখবেন সেসব বিষয়ে আলোচনা করা হবে প্রশিক্ষনে।তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ গুলি মানুষের কাছে বেশি করে পৌঁছে দেওয়া নিয়ে আলোচনা হবে।এতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে।সুব্রত বাবু আরও বলেন, প্রত্যেক জন প্রতিনিধি নির্বাচিত কিছু কিছু প্রকল্প তারা করেছেন যেগুলি প্রশংসা যোগ্য কাজ সেগুলি তারা উপস্থাপন করবেন। মানুষ যে রকম জন প্রতিনিধি চায় সেভাবে তারা নিজেদের গড়ে তুলতে পারবেন।
144
previous post