197
আগরতলা : জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিঙ্কে সামনে দেশ ব্যাপী স্বচ্ছা ই সেবা কর্মসূচী হাতে নেওয়া হয়। রবিবার সাড়া দেশেই এই কর্মসূচী পালন করা হয়। ত্রিপুরায়ও এর ব্যতিক্রম ঘটেনি। প্রধান মন্ত্রীর আহ্বানে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় হয় স্বচ্ছতা অভিযান। আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে হয় অনুরূপ[ কর্মসূচী। সকালে পুর নিগমের দক্ষিণ জোনের তরফে স্বচ্ছতা অভিযান করা হয় ৩৯ নম্বর ওয়ার্ডে। এদিন ক্রমসুইছিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলক রায়,বাপি দাস, বিজেপির সদর জেলা শহরাঞ্চল সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অতিথি সহ সকলে ঝাড়ু হাতে সাফাই কর্মসূচীতে অংশ নেন।