আগরতলা : সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়ে থাকে। বিজয় দিবস সারাদেশের সাথে ত্রিপুরার জন্যও স্মরণীয় দিন ।লিচু বাগান স্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে এদিন বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি বিভাগকে আধুনিকীকরণের মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে। এদিকে এদিন অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন এক্স সার্ভিস ম্যানকে সম্মাননা জ্ঞাপন করা হয়। তাছাড়া ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনী বিভিন্ন স্তরের আধিকারিকরা।
ভারতীয় সেনার তরফে ৫২ তম বিজয় দিবস
172