মহারাজগঞ্জ বাজারে ফের অভিয়াজনে একটি চালের গোদাম সিল করলো প্রশাসন

আগরতলা : লাইসেন্স ছাড়া অবৈধভাবে গোদাম ঘরে চালের রি-প্যাকেটিং করার অভিযোগে এক চাল ব্যবসায়ীর গোদাম সিল করে দিল প্রশাসন। এছাড়াও দুয়েকটি দোকানে অভিযানে গিয়ে প্রশাসনের আধিকারিকরা মূল্য তালিকা সঠিক না পাওয়ায় তাদের নোটিশ দেওয়া হবে বলে জানান আধিকারিকরা। অভিযোগ এই ব্যবসায়ীরা ক্যাশ মেমোও ইস্যু ঠিক মতো করেন না।

বুধবার সদর মহকুমা প্রশাসনের টিম অভিযান চালায় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। অভিযানে ধরা পড়ে এই অনিয়ম।এদিনের অভিযানে ছিলেন সদর মহকুমা প্রশাসনের ডি সি এম, ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিক ও খাদ্য দপ্তরের আধগিকারিক্রা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে