আগরতলা : আগরতলা : প্রীতি ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে জেআরসি। মুখ্যত প্লে সেন্টারের খুদে ক্রিকেটারদের হাতে জার্সি প্রদান অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখতে জুটমিল প্লে সেন্টারের কোচ কাম তত্ত্বাবধায়ক মনোজিৎ দাস একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল জুট মিল প্লে সেন্টার গার্জিয়ান ফোরাম বনাম সাংবাদিক ক্রিকেটারদের নিয়ে গড়া দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে। একদিকে গার্জিয়ান ক্রিকেটাররা এবং অপরদিকে জার্নালিস্ট ক্রিকেটার –
দু দলের ব্যাটিং বোলিং ক্রিয়া কৌশল দেখে মাঠের চারধারে দর্শকের ভূমিকায় অনূর্ধ্ব ১৩ অনূর্ধ্ব ১৫ ছেলেমেয়েদের মোট চারটি দলের শিক্ষার্থীরা অনেকটাই আপ্লুত হয়েছে। মাঠের বাইরে থেকে খেলা দেখার পুরো আনন্দটাই আজ তারা নিতে পেরেছে। টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। আমন্ত্রণ পেয়ে জুট মিল প্লে সেন্টার গার্জিয়ান ফোরাম সীমিত ওভারে উইকেট হারিয়ে ১২৪ রানের টার্গেট ছুড়ে দিলে জেআরসি ১৪ বল বাকি থাকতে চার উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। গার্জিয়ান ফোরামের প্রভুপদ চক্রবর্তী দুর্দান্ত ৫১ রান করে সেরা ব্যাটারসের ট্রফি পেয়েছেন। জেআরসি-র অধিনায়ক অভিষেক দে সেরা বোলারের ট্রফি পেয়েছেন। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন মৃদুল চক্রবর্তী। আবারও অপরাজিত ৩৭ রান পাশাপাশি অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে প্রসেনজিৎ সাহা পেয়েছে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার। এছাড়া, জাকির হোসেন, অনির্বাণ দেব ও বিশ্বজিৎ দেবনাথ প্রত্যেকে দুটো করে উইকেট পেয়েছে। তবে চ্যালেঞ্জিং স্কোর টপকে জয়ের পেছনে মিল্টন ধর এর ২৫ রান এবং সুব্রত দেবনাথ, দিব্যেন্দু দে, অভিষেক দেববর্মা, বিষ্ণুপদ বণিকের পারফরম্যান্স উল্লেখ করার মতো। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত যেআরসির সভাপতি সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে, জুট মিল প্লে সেন্টারের পক্ষে মনোজিৎ দাস, শঙ্কর নন্দী, অভিজিৎ বৈশ্য, মৌসুমী চক্রবর্তী প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।