আগরতলা : আগরতলা বুদ্ধ মন্দির দুই নম্বর বিধায়ক আবসের গেটের সামনে এসে গঙ্গা জল ছিটিয়ে দিলেন শাসক দলের যুব ও মহিলা সংগঠনের কর্মীরা। এই বিধায়ক আবাসেই থাকেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। অভিযোগ শুক্রবার থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অসংসদীয়, অসাংবিধানিক ভাষা করেছেন বলে অভিযোগ।শনিবার এই অভিযোগ এনে ভারতীয় জনতা পার্টি আগরতলা মণ্ডলের যুব মোর্চা ও মহিলা মোর্চার এর নিন্দা জানান। দুই সংগঠনের নেতা- কর্মীরা শনিবার মিছিল করে বুদ্ধমন্দির দুই নম্বর বিধায়ক আবাসের সামনে যান। সেখানে গঙ্গা জল ছিটিয়ে দেন এলাকাটি শুদ্ধ করেন। তাদের অভিযোগ এই এলাকায় নাকি অসামাজিক কাজ চলে। উল্লেখ বিজেপি বিধায়ক যাদব লাল নাথ নীল ছবি মোবাইলে দেখা ইস্যুতে বিধানসভায় গঙ্গা জল ছিটিয়ে প্রবেশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। রাজনৈতিক মহলের মতে এরই পাল্টা এদিন দিল বিজেপির যুব ও মহিলা সংগঠন।
সুদীপের বিধায়ক আবাসের সামনে গঙ্গা জল ছিটিয়ে দিল বিজেপি যুব ও মহিলা সংগঠন
145
previous post