আগরতলা : খোদ রাজধানীর ভি আই পি জোন এলাকায় চলছে অসামাজিক কাজ। একই সঙ্গে বাড়ছে চুরির ঘটনা। অতিষ্ঠ স্থানীয় লোকজন। রবিবারও এক যুবককে ধরে পুলিসে দিলেন আমজনতা। অভিযোগ রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন ভিআইপি এলাকায় কুমারী-মধুতি-রূপশ্রীর পুরনো ভবনটিতে রাত-বিরেতে নেশাখোরদের আড্ডা বসে। এক্সি সঙ্গে চলে চুরির ঘটনাও । অভিযোগ সেখানে প্রাক্তন বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস ও প্রাক্তন মন্ত্রী ভগবান দাসের সরকারি কোয়াটার থেকে একের পর এক চুরি হচ্ছে। জানা গেছে দুটি আবাসন বর্তমানে খালি পড়ে আছে। এই সুযোগে সেখানকার বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে চোরেরা। প্রায়শই এলাকায় চোর- নেশাখোরদের ধরে জনতা পুলিসের হাতে তুলে দেন। ের পরেও কমছে না উৎপাত। এক প্রকার অতিষ্ঠ লোকজন। রবিবারও এক যুবককে সেখানে ওয়াল টপকে যেতে দেখে স্থানীয় লোকজন আটক করেন। পড়ে পশ্চিম থানার পুলিসের হাতে তুলে দেন। ভি আই পি জোনে কিভাবে এভাবে এসব ঘটনা ঘটছে এনিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা দাবি জানান এসব অপরাধ বন্ধের।
ভি আই পি জোন এলাকা থেকে চোর সন্দেহে আটক এক যুবক
168