আগরতলা : ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সেবক ছিলেন রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত। সকলের সাহায্যে তিনি এগিয়ে আসতেন। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। উনার প্রয়াণে শোকাহত এলাকার হিন্দু-মুসলিম সব অংশের মানুষ।তাই রামনগর বিধানসভা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় রীতি মেনে দোয়ার আয়োজন করেন রবিবার। নিজেদের লোকজন কেউ প্রয়াত হলে যা করে থাকেন এদিন প্রয়াত বিধায়কের বাড়িতে এসে তাই করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।একথা জানান সংখ্যালঘু সম্প্রদায়ের এক হুজুর।তিনি আরও বলেন, বিধায়ক জীবদ্দশায় সকলকে ভালোবাসা, মায়ামমতা দিয়েছিলেন , বিপদের সময়ে এগিয়ে আসতেন। তারা এদিন আল্লার প্রার্থনা করেন প্রয়াত বিধায়কের পরিবার যাতে সুখে শান্তিতে থাকেন।প্রয়াত বিধায়কের মতো উনার পরিবার থেকে এধরনের সেবক আগামী দিনেও পান সেই আশা রাখলেন।উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়কের পরিবারের লোকজন, পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যরা।
প্রয়াত বিদায়কের প্রয়াণে মুসলিম ধর্মাবল্মবিদের দোয়া
152