মহিলা লিগ ফুটবলে বিশাল ব্যবধানে প্রথম ম্যাচেই জয় পেল কিল্লা মর্নিং ক্লাব

আগরতলা : মহিলা লিগ ফুটবলে বিশাল ব্যবধানে প্রথম ম্যাচেই জয় পেল কিল্লা মর্নিং ক্লাব। শনিবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় এডিনগর পুলিশ মাঠে মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ইকফাই এফ সি৷ ম্যাচে ইকফাই এফ.সিকে ১০-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে লিগ শুরু করলো কিল্লা মর্নিং ক্লাব। ম্যাচে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে হ্যাটট্রিক করে দ্রুপতি দেববর্মা। এছাড়াও কিল্লা মর্নিং ক্লাবের হয়ে জোড়া গোল করে থাইবাইলি জমাতিয়া ও কাজলতি রিয়াং। পাশাপাশি দলের হয়ে ১ টি করে গোল করে লক্সমিতা রিয়াং,পঞ্চমী দেববর্মা ও উমা জমাতিয়া।

Related posts

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা

রাজধানীতে রাজ্যভিত্তিক রেড রান প্রতিযোগিতা ঘিরে সাড়া