রাম ঠাকুর মন্দিরের শিলান্যাস করলেন মেয়র

আগরতলা : অনেকদিন ধরে রাজধানীর রাজনগর এলাকার লোকজনের একটা দাবি ছিল রাম ঠাকুর মন্দিরের। এলাকার লোকজনের সেই আশা পূর্ণ হতে যাচ্ছে। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনেই শিলান্যাস হল রাম ঠাকুর আশ্রমের।এদিন মেয়র দীপক মজুমদার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন মেয়র ছাড়াও মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দে সহ অন্যরা। এদিন এলাকার প্রচুর লোকজন অংশ নেন। দ্রুত রাম ঠাকুরের মন্দির তৈরির কাজ শেষ হবে বলে আশামেয়র দীপক মজুমদারের।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে