আগরতলা : নির্বাচন আসে নির্বাচন যায়। প্রতিশ্রুতি মিললেও সমস্যার সুরাহা হচ্ছে না দীর্ঘ বছর ধরে। ফলে বর্ষাকালে সংস্কার হীন রাস্তা দিয়ে নাগরিকদের চলাফেরা করা একপ্রকার দ্বায় হয়ে দাঁড়ায়। এই ঘটনা আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের অধীন ইন্দ্রনগর বাংলার মাঠের দক্ষিন পাড় এলাকায়। জানা গেছে দীর্ঘ প্রায় ১৫-২০ বছর ধরে মাটির রাস্তার বেহালদশা। বাম- রাম কোন আমলেই সংস্কার হচ্ছে না রাস্তার। ফলে এই রাস্তা দিয়ে চলাফেরা করে আসা ১০-১২ টি পরিবারের লোকজনকে বেগ পেতে হচ্ছে প্রতিনিয়ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্বাচনের আগে পুর নিগমের কর্পোরেটর শম্পা সেন সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাটি সংস্কার করে দেওয়ার।অভিযোগ নির্বাচন শেষ হওয়ার পরেও রাস্তা মেরামতিতে নেই কোন উদ্যোগ কর্তৃপক্ষের। যোগাযোগ করা হলেও কোন সুরাহা আজ পর্যন্ত হয়নি বলে অভিযোগ। মানুষের অসুবিধার কথা চিন্তা করে এলাকার বিধায়কও এগিয়ে আসছেন না বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ নাগরিকরা।
সংস্কার হীন রাস্তা নিয়ে সরব এলাকার লোকজন
174