সুরক্ষা দিবস উদযাপন ব্যাম্বু পার্কে

আগরতলা : সারা দেশের সঙ্গে রাজ্যেও ৫৩-তম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স অর্গানাইজেশণের উদ্যোগে হয় সচেতনতা মূলক কর্মসূচী আর কে নগরে। কল-কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্য ও পেশাগত রোগ বিষয়ে বিশদভাবে আলোচনার আয়োজন করা হয়। সেখানে আর কে নগর এলাকার ব্যাম্বু পার্ক চত্বরে এই কর্মসূচীতে স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকরা অংশ নেন। ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স-র  চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সূর্যপাল মজুমদার বলেন,শিল্পক্ষেত্রে যে কোনও ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুরক্ষা-ব্যবস্থা অবলম্বন আবশ্যিক। কল-কারখানায় দুর্ঘটনার ফলে ব্যক্তি-জীবনে, পরিবার ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি। উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত কল-কারখানায় শ্রমিক-মালিক সকলকেই দুর্ঘটনা সম্পর্কে সচেতন ও সর্তক থাকতে হবে এবং সুরক্ষা-বিধিও কঠোরভাবে মেনে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনীয়ার সূর্যপাল মজুমদার  ছাড়াও  ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স এরইনভেস্টিগেটর  দিলীপ কুমার ভৌমিক সহ  অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি